31 মার্চ এর মধ্যে পান কার্ড ও আধার কার্ডের লিংক না করলে পড়তে হবে নানান সমস্যায় ও দিতে হবে ফাইন
জানা যাচ্ছে যে Income tax department এর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে 31 শে মার্চের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক।পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই সময়সীমার মধ্যে লিংক না করলে, আপনার প্যান কার্ড টি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, এ ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের ব্যাপারেই আপনার প্যান কার্ড টি আর কাজে লাগাতে পারবেন না, আপনার প্যান কার্ড টি পুরো বাতিল হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা এই নিদিষ্ট সময়ের মধ্যে প্যান কার্ড আধার লিংক না করলে দিতে হবে ₹1000 টাকা ফাইন। বন্ধুরা আগে প্যান কার্ড ও আধার কার্ডের লিংকের সময়সীমা 1st এপ্রিল থেকে বাড়িয়ে 30jun করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে এই সময় সীমার মধ্যও বিপুল সংখক মানুষ প্যান কার্ড ও আধার কার্ডের লিংক করেননি, যার কারণে আবারো সময় সীমা বাড়িয়ে 31 march করা হয়েছে, এখন বন্ধুরা এই সময়সীমার মধ্যও যদি আপনারা প্যান কার্ড আধার কার্ড এর লিংক না করেন তাহলে বন্ধুরা পড়তে হবে অনেক সমস্যায়। এর জন্য আপনাদের কে ₹1000 টাকা ফাইন তো দিতেই হitr
ও আরো নানান রকম সমস্যায় পড়তে হবে যার মধ্যে --
(১).আপনি Itr ফাইল করতে পারবেন না, আপনার itr
রিজেক্ট হয়ে যেতে পারে -যার ফলে আপনার Itr ফাইল বাধাপ্রাপ্ত তো হবেই ও তার সাথে আপনার tax রিটার্ন পেতেও হবে সমস্যা।
(২).আপনার পানকার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের যদি লিংক না করার থাকে তাহলে একাধিক সরকারি সুবিধা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে।
(৩). যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা থাকে তাহলে বন্ধুরা কোনো কারনে আপনার প্যান কার্ড টি হারিয়ে যায় ও আপনার প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে, আর আপনার প্যান কার্ডের সাথে যদি আধার কার্ডের লিংক না থাকে তাহলে বন্ধুরা নতুন করে আর আপনারা প্যান কার্ড তুলতে পারবেন না।
(৪). বন্ধুরা প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিংক করা না থাকে তাহলে income tax এর আইন অনুযায়ী ₹১০০০০টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, ও আপনি যদি 31 শে মার্চের মধ্যে আপনার পানকার্ড টি আধার কার্ডের সাথে লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড টি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে।
তাই বন্ধুরা আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক টি করেনিন।
আর বন্ধুরা নিয়মিত এরকম আপডেট News পেতে এই website টি ফলো করুন
Please follow this website-rkno1allnews. Blogspot.Com
.jpeg)