খুবই সহজে কিভাবে ত্বককে উজ্জ্বল করে তোলা যায়
বন্ধুরা আমাদের চেহারার সৌন্দর্যের মূল চাবিকাঠি হচ্ছে আমাদের ত্বক। বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছি যারা ত্বকের উজ্জ্বলতা না থাকার কারণে খুবই হতাশ হয়ে পড়ি। তাই বন্ধুরা আমি আপনাদের মাঝে এমন কিছু টিপস শেয়ার করছি, যেগুলি follow করলে আপনারা খুবই সহজে আপনাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে পারবেন। তো বন্ধুরা দেখেনিন কিভাবে আপনাদের ত্বক কে সুন্দর ও উজ্জ্বল করে তুলবেন।
১. বন্ধুরা প্রথমে যেটি বলবো সেটি হলো আপনাকে প্রচুর পরিমানে জল পান করতে হবে। বন্ধুরা নিয়মিত 7-8গ্লাস জল পান করতে হবে।
২.বন্ধুরা আমাদের ত্বক কে উজ্জ্বল রাখতে হলে যতটা সম্ভব রোদ পরিহার করতে হবে। কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বক কে প্রচুর পরিমানে ক্ষতি করে। তাই বন্ধুরা আপনারা বাইরে বেরোলে অবশই ছাতা ব্যবহার করবেন।আপনারা বাইরে বেরোলে ফিরে এসে একটি টমেটো থেঁতো করে টমেটোর রস আপনার মুখে লাগাতে পারেন।এতে আপনার ত্বকে রোদে পোড়ার ছাপ টা দুর হবে।
৩.বন্ধুরা এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধু মিক্সড করে প্রতিদিন আপনাদের ত্বকে লাগাতে হবে। এই মিশ্রণ টি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বন্ধুরা এটা আপনাদের ত্বকে লাগানোর পর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধূয়ে ফেলুন। দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠছে।
৪.বন্ধুরা ত্বকের উপরিভাগ পরিষ্কার করুন। এক্ষেত্রে আপনারা প্রথমে ফেশওয়াস দিয়ে মুখটা ভালো করে ধূয়ে নেবেন ও তারপর বন্ধুরা কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এতে দেখবেন বন্ধুরা আপনাদের ত্বকে অনেক ময়লা পরিষ্কার হয়ে গেছে ও ত্বক উজ্জ্বল হয়ে উঠেছে।
৫. বন্ধুরা এবার যে টিপসটি দেখছেন এটা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। আপনারা প্রথমে এক টেবিল চামচ মতো হলুদ বাটা নিয়ে নিন আপনারা এক্ষেত্রে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন এরপর ওর সাথে ৩টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই উপকরণ টি আপনার ত্বকের জন্য খুবই উপকারী।
৬.বন্ধুরা পরিশেষে যেটা বলবো সব কিছুর শেষে ত্বকে মসচোরাইজার লাগাতে হবে। আপনাদের ত্বক কে উজ্জ্বল রাখতে ভালো ব্রান্ডের মসচোরাইজার ব্যবহার করুন। বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বন্ধুরা নিয়মিত এই টিপস গুলি ফলো করলে দেখবেন ১সপ্তাহের মধ্যই আপনার ত্বক অনেক সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠেছে।
বন্ধুরা এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন।
Please follow my website
.jpeg)