বন্ধুরা জেনেনিন কিভাবে খুব সহজেই চুল পড়া বন্ধ করা যায় -------
মানুষের সৌন্দর্যয়ের অন্যতম আকর্ষণ আমাদের মাথার চুল, কিন্তু বন্ধুরা আজকাল চুল পড়ার সমস্যা খুব বেড়ে গিয়েছে ছেলে মেয়ে উভয়ই চুল পড়ার সমস্যায় ভুগছি আমরা। যদিও মেয়েদের তুলনাই ছেলেরাই বেশি চুল পড়ার সমস্যায় ভোগেন, আপনারা নানা রকম শ্যামম্পো ও তেল ব্যবহার করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন তবুও বন্ধুরা মিলছেনা সমাধান। তো বন্ধুরা আজকে দেখে নিন ঘরোয়া কিছু টিপস ফলো করে সাতদিনের মধ্যে কিভাবে চুল পড়া বন্ধ করার উপায় ---------
১.গরম তেল -বন্ধুরা গরম তেল আমাদের চুলের জন্য খুব উপকারী এক্ষেত্রে বাদাম ও নারকেল তেলের কোনো তুলনায় হয়না বন্ধুরা তেল গরম করার পরে আস্তে আস্তে আপনার আঙুলের মাধ্যমে আপনা হেয়ার স্কাল্প এ ম্যাসাজ করুন এর ফলে আপনার মাথায় রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে যার ফলে আপনার চুলের গড়ার শিকরে শক্তি বাড়াবে ও আপনার চুল পড়া বন্ধ হবে।
2.পেঁয়াজের রস --বন্ধুরা পেঁয়াজে খুবই উচ্চ মাত্রায় সালফার রয়েছে তাই বন্ধুরা পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতে ও চুল পড়া বন্ধ করতে খুব সাহায্য করে।
মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াই, এবং এর এন্টিবাকটেরিয়া উপাদান মাথার ত্বক জীবানো মুক্ত রাখতে সাহায্য করে। বন্ধুরা পেঁয়াজের রস একটি বাটিতে নিয়ে তুলোর সাহায্যএ হাত দিয়ে মাথাতে লাগান এরপর ৩০ মিনিট পর ঠান্ডা জলের সাহায্য এ শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। বন্ধুরা এই পেঁয়াজের রস একটানা সাতদিন ব্যবহার করুন তাহলেই বুজতে পারবেন এর কার্যকারিতা।
৩. বিটরুটের রস --বন্ধুরা বিটরুটে পটাসিয়াম, ভিটামিন বি, ভিটামিন C, ফসফোরাস ও প্রোটিন রয়েছে বন্ধুরা এটা আপনার চুল পড়া বন্ধ, নতুন চুল গজানো, এছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াই। বন্ধুরা বিট রুটের রস তৈরী করুন এবং এর পাতা জলে সেদ্ধ করে ঘন করে নিন।বন্ধুরা এর সঙ্গে সামান্য মেথি মিশিয়ে ঘন পেস্ট করে নিয়ে মাথার তালুতে লাগানোর পর ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
৪. সবুজ চা ---বন্ধুরা সবুজ চা এ রয়েছে প্রচুর পরিমানে আন্টিঅক্সিডেন্ট যা চুল পড়া বন্ধ ও বৃদ্ধি করতে সাহায্য করে একআপ গরম জলে দুই চামচ চা মিশিয়ে নিন, হালকা গরম থাকা অবস্থায় মাথায় লাগান। তারপর একঘন্টা পর ধুয়ে ফেলুন।
৫. আমলকি ----বন্ধুরা চুল পড়ার অন্যতম কারণ ভিটামিন সি, তাই বন্ধুরা আমলকি তে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি বন্ধুরা আমলকি চুল পড়া বন্ধ ও চুলের খুশকি দূর করে আমলকির রস নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগানে খুবই উপকার পাওয়া যায়।
৬. নিমপাতা ----নিমপাতা চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে খুবই উপকারী। নিমপাতা গরম জল দিয়ে পেস্ট করে চুলের লাগিয়ে ৩০মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। মাত্র দুইটা সপ্তার মধ্যে দেখবেন আপনার চুল পড়া অনেক কমে গিয়েছে।
৭. ডিমের সাদা অংশ ---ডিমের সাদা অংশে থাকা প্রোটিন এবং ভিটামিন চুলের পুষ্টি যোগায়, ও পাতলা চুলের সমস্যা দূর করে, চুল ঘন করে ও চুল মসৃন করে। বন্ধুরা দুটি ডিমের সাদা অংশ দিয়ে মাস্ক তৈরী করে মাথার ত্বক এ ও চুলের লাগান, এরপর ৩০মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
বন্ধুরা চুল পড়া বন্ধ করতে এই টিপস গুলি ফলো করুন দেখবেন খুবই সহজেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে।এবং আপনার চুল খুবই সুন্দর হয়ে উঠবে।
বন্ধুরা নিয়মিত এইরকমের টিপস এর জন্য আমার এই ওয়েবসাইট টি ফলো করবেন, কারণ আমি আপনাদের উপকারের জন্য নিয়মিত এই ধরণের টিপস গুলি আপনাদের মাঝে তুলে ধরি।
Plaese follw my website
