বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে ব্রণ বা পিম্পল বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে। এবং এই ব্রণ আমাদের মুখের সৌন্দর্য কে একেবারে নষ্ট করে দেই, বন্ধুরা অনেক ডাক্তার ও নানান রকমের ক্রিম ব্যবহার করেও মেলেনা এর সমাধান।তাই বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন ৬টি কার্যকরী টিপস শেয়ার করতে চলেছি যার মাধ্যমে আপনারা খুবই সহজেই মুখের ব্রণ দুর করতে পারবেন।
১.লেবুর রস ও দারুচিনির পেস্ট --বন্ধুরা কয়েকটুকরো দারুচিনি ভালো করে গুঁড়ো করে নিন এরপর তারসাথে লেবুর রস মিক্সড করে একটা পেস্ট তৈরী করে নিন। তারপর এটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে যে যে জায়গায় ব্রণ আছে সেখানে সেখানে লাগান। প্রয়োজনে বন্ধুরা এটা সারারাতও লাগিয়ে রাখতে পারেন।বন্ধুরা এই দারুচিনি ও লেবুর রস ব্রণ দুর করতে খুবই কার্যকারি।২. মধু ও লেবুর রস --বন্ধুরা মধু ও লেবুর রস আপনাদের ব্রণ দুর করতে খুবই কার্যকারি। আপনারা একটি পাত্রে একচামচ মধুর সাথে সমপরিমান লেবুর রস মিক্সড করে নিন। যখন দেখবেন এটা গাঢ় হয়ে এসেছে, তারপর এই মিশ্রণ টা আপনার মুখে ভালো করে লাগিয়ে ১৫-২৫মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা এটি আপনার মুখে ব্রণ ও তারসাথে আপনার মুখে কালো দাগ দূরকরতেও দারুন কাজ করে।
৩.টুটপেস্ট --বন্ধুরা ব্রণ দুর করতে টুটপেস্ট একটি কার্যকরী উপাদান। বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণ আক্রান্ত স্থানে টুটপেস্ট লাগিয়ে রাখুন। কিন্তু বন্ধুরা এটা সারামুখে লাগাবেন না, বন্ধুরা দেখবেন এটা লাগানোর ফলে ৩-৪দিনের মধ্যই আপনার মুখের ব্রণ আস্তে আস্তে সেরে যাবে।
৪. রসূন --বন্ধুরা রসুন ব্রণ দুর করতে দারুন কাজ করে। বন্ধুরা এক থেকে দুই কোয়া রসূন মাঝখান থেকে কেটে ওর রশটা ব্রণ স্থানে লাগাতে হবে।তারপর ৫-১০মিনিট পরে ধূয়ে ফেলতে হবে। এটা আপনাদের রাতে লাগাতে হবে, দেখবেন ভালো ফলাফল পাবেন।
৫. বরফ --বন্ধুরা বরফ আমাদের মুখে ব্রণ দুর করতে খুবই কার্যকরী উপাদান। বন্ধুরা একটুকরো বরফ একটি কাপড়ে মুড়ে আপনার ব্রণ স্থানে চাপ দিয়ে 20-২৫ সেকেন্ড করে ধরে রাখতে হবে। বন্ধুরা এভাবে দিনে 2-৩বার ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন ব্রনের ফোলা ভাবটা অনেক কমে গেছে এবং ব্রণ আস্তে আস্তে মিশে যাবে।
৬. দই ও ব্যাসনের ফেইসপ্যাক--বন্ধুরা ব্রণ দুর করতে দই ও ব্যাসনেরপ্যাক হচ্ছে এক জাদুকরি উপাদান। আপনারা প্রথমে একটি পাত্রে একচামচ ব্যাসন নিয়ে নিন তারপর একচামচ টক দই নিয়ে নিন এরপর ওর ভেতরে কয়েক ফোটা মধু দিয়ে দিন তারপর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিন। তারপর এই উপাদান গুলি ভালো করে মিক্সড করে নিন। তারপর বন্ধুরা এটা আপনাদের মুখে ভালো করে লাগিয়ে নিন এবং লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিন। এটা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে পারেন। দেখবেন খুবই সহজেই আপনার মুখের ব্রণ দুর হয়ে যাবে।
বন্ধুরা এই টিপস গুলি ফলো করলে খুবই সহজেই আপনার মুখের ব্রণ দুর হয়ে যাবে। এবং নিয়মিত এইধরণের টিপস পেতে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন।
Please follow my website
